ক্রিপ্টোকারেন্সি ( Cryptocurrency ) বা সংক্ষেপে ক্রিপ্টো হলো এক ধরনের ডিজিটাল অর্থ (Digital Currency 🪙 ), যা কোন ব্যাংক বা কোন নির্দিষ্ট সরকারের নিয়ন্ত্রণে নয়। আপনি এটি কিনতে, বিক্রি করতে বা অনলাইনে পেমেন্টে ব্যবহার করতে পারেন। অনেকে ক্রিপ্টো থেকে রাতারাতি ধনী হওয়ার গল্প শোনেন — কিন্তু বাস্তবে এই বিনিয়োগে বড় ক্ষতির সম্ভাবনাও থাকে । তাই বিনিয়োগের আগে ঝুঁকিগুলো জানা খুবই জরুরী। ⚠️ ১. আপনি আপনার পুরো বিনিয়োগ হারাতে পারেন ক্রিপ্টো মূল্যের ওঠানামা সবসময় খুব দ্রুত ঘটে - একদিনে দাম দ্বিগুণও হতে পারে, আবার পরের দিন অর্ধেক হয়ে যেতে পারে। তাই আপনি যেকোন মুহূর্তে আপনার সমস্ত টাকা হারাতে পারেন। সুতরাং এধরনের ক্ষতির জন্য আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। ব্যাংকের মতো নিয়ন্ত্রিত নয় বলে ক্রিপ্টো বাজারে কোনো সরকারি সুরক্ষা নেই । কোনো প্ল্যাটফর্ম হ্যাক হলে বা বন্ধ হয়ে গেলে, আপনার টাকার কোনো গ্যারান্টি নেই। এছাড়া অনেক প্লাটফর্ম নিজেও তার গ্রাহকদের সাথে প্রতারণা করে। ক্রিপ্টো দুনিয়ায় এমন ঘটনা নতুন নয় এবং এটা যেকোন সময় আপনার সাথেও ঘটতে পারে। 🛑 ২. কিছ...
বাংলাদেশে সোনা বা স্বর্ণে বিনিয়োগ করা সত্যিকার অর্থেই আসলে কতটা লাভজনক এবং এদেশে স্বর্ণ কিনে রেখে দিলে আপনার ভবিষ্যৎ কি সেটা জানার জন্য সম্প্রতি আমি বেশকিছু খোঁজ-খবর করি এই ব্যাপারে। এটা করতে গিয়ে দেখলাম, এই বিষয়টাতে বাংলাদেশে অনেক হিডেন ব্যাপার-স্যাপার আছে, যা সবার পক্ষে সাধারণভাবে জানা কখনই সম্ভব নয়। এমনকি সোনা বা স্বর্ণ কিনতে গেলেও দোকানদাররা আপনাকে এসব কথা জানাবে না, কিন্তু যখনই বেচতে যাবেন, তখনই বুঝবেন স্বর্ণে বিনিয়োগ করাটা আপনার কতটা সঠিক কিংবা ভুল সিদ্ধান্ত ছিল। তাই স্বর্ণ কিনে রেখে দিলে বাংলাদেশে আপনার ভবিষ্যৎ কি - সে বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব। তবে বিষয়টি ভালভাবে বোঝার জন্য, বাংলাদেশের বিষয়াদি আলাপের আগে, আসুন জেনে নেই, স্বর্ণে বিনিয়োগের কিছু বেসিক বিষয় এবং আন্তর্জাতিক মার্কেটে স্বর্ণে বিনিয়োগ করার পুরো চক্রটা ঠিক কিভাবে কাজ করে, সে সম্পর্কে। কেন স্বর্ণে বিনিয়োগ করা হয়? ডলার হোক কিংবা টাকা , যেকোন মুদ্রার মান বা ভ্যালু যখন কমতে থাকে , তখন সারা বিশ্বেই মানুষজন বিকল্প এসেট ক্লাস হিসেবে সোনা বা স্বর্ণের মত দামী ধাতুতে ব...