টাকা জমানো মোটেই সহজ কোন কাজ নয়। অনেকেই নানাভাবে চেষ্টা করেও টাকা জমাতে পারে না। তাই টাকা জমানোর এই কঠিন কাজটিকে সহজ করতে পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে নানা তত্ত্ব এবং উপায়। সেখান থেকেই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটি উপায়, যেটা দিয়ে টাকা জমানোর কাজটা হয়ে যাবে অনেক সহজ, আর এটার শুরুটা করা যাবে মাত্র ২ টাকা দিয়ে।
তবে এই পদ্ধতিটির আবিষ্কারক কে, সেটা আমার সঠিকভাবে জানা নেই, তাই কারও নাম উল্লেখ করতে পারলাম না। তবে আপনাদের কারও যদি জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে আলোচনা শুরু করি।
মাত্র ২ টাকা দিয়ে জমানো শুরু করে ১ বছরে লাখপতি হওয়ার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, সেটি হল, আপনাকে আগে একটা নির্দিষ্ট তারিখ বেছে নিতে হবে, যেদিন থেকে আপনার একবছর গণনা শুরু হবে। বছরের যে কোন দিন থেকে আপনি শুরু করতে পারেন, তবে সেখান থেকে একটানা ৩৬৫ দিনের হিসাব আপনাকে ঠিক ভাবে রাখতে হবে।
দ্বিতীয়ত, এ পদ্ধতির সফলতার জন্য আপনার একাগ্রতা এং নিষ্ঠার দরকার হবে। মাঝপথে ছেড়ে যাওয়া যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক ভাবে লেগে থাকলেই কেবল আপনি বছর শেষে লাখপতি হতে পারবেন।
যাই হোক, এবারে আসুন জেনে নেই কিভাবে পুরো ব্যাপারটি কাজ করবে। যেদিন থেকে আপনি বছর গণনা শুরু করবেন, সেইদিন আপনাকে জমাতে হবে মাত্র ২ টাকা। এই টাকা আপনাকে একটি আলাদা জায়গায় বা একাউন্টে রাখতে হবে এবং এই খাতের জমানো টাকা থেকে বছর শেষ হওয়ার আগে কোন খরচ করা যাবে না।
দ্বিতীয় দিন, আপনাকে জমাতে হবে ৪ টাকা। অর্থাৎ যত তম দিন আসবে, তার সাথে ২ গুণ করে যত হবে আপনাকে সেইদিন তত টাকা জমাতে হবে।
এভাবে তৃতীয় দিনে আপনি জমাবেন, ৬ টাকা, দশম দিনে ২০ টাকা, ১০০তম দিনে ২০০ টাকা, ২৫০ তম দিনে ৫০০ টাকা আর এভাবে ৩৬৫ তম দিনে গিয়ে জমাবেন মত্র ৭৩০ টাকা!
কি টাকার অংক খুব কম মনে হচ্ছে? তাহলে আসুন এবার এই পদ্ধতির ম্যাজিকটা দেখে আসি।
এভাবে জমাতে থাকলে, প্রথম সপ্তাহ অর্থাৎ ৭ দিন শেষে আপনার জমা হবে মোট ৫৬ টাকা (২+৪+৬+৮+১০+১২+১৪= ৫৬) মাত্র।
আর প্রথম মাস শেষে বা ৩০ দিন পর জমা হবে ৯৩০ টাকা। এভাবে যখন চলতে থাকবে, তখন ১০০তম দিনে গিয়ে দেখবেন, আপনার জমেছে মোট ১০ হাজার ১০০ টাকা।
খেয়াল করুন, জমা হওয়া টাকার অংক কিন্তু প্রতিদিন বাড়ছে। ২০০তম দিনে আপনার জমবে মোট ৪০ হাজার ২০০ টাকা আর ৩০০ তম দিনে মোট জমা হবে ৯০ হাজার ৩০০ টাকা।
এ পর্যায়ে কিন্তু আপনি লাখপতি হওয়ার কাছাকাছি চলে এসেছেন।
এভাবে টাকা জমানো চালিয়ে গেলে বছর শেষে অর্থাৎ ৩৬৫ দিন শেষে গিয়ে দেখবেন, আপনি মোট জমিয়ে ফেলেছেন ১ লাখ ৩৩ হাজার ৫৯০ টাকা।
অভিনন্দন। আপনি মাত্র ১ বছরেই লাখপতি হয়ে গেছেন, মাত্র ২ টাকা দিয়ে জমানো শুরু করে।
এই পদ্ধতির সবচেয়ে হিডেন দিকটি হল, শুরুটা মাত্র ২ টাকা দিয়ে করা গেলেও প্রতিদিন জমানো টাকার অংক বাড়তে থাকবে। কারণ এই পদ্ধতিটি দৈনিক হিসাবের ওপর ভিত্তি করে করা হয়েছে।
তাই আপনি যখন ব্যাপারটি মাস ভিত্তিক ভাবে দেখবেন, তখন এর কঠিন দিকটি আপনার চোখে পড়বে।
এপদ্ধতিতে প্রথম মাসে আপনাকে সব মিলিয়ে মাত্র ৯৩০ টাকা জমা করতে হলেও ১২তম বা শেষ মাসে গিয়ে আপনাকে জমা করতে হবে মোট ২৮ হাজার ২৯০ টাকা।
অর্থাৎ এই পদ্ধতিতে সফল হতে হলে আপনার মাসে সর্বোচ্চ ২৮ হাজার ২৯০ টাকা জমানোর মত ক্যাপাসিটি থাকতে হবে। আপনি যদি মাসে এই পরিমাণ টাকা জমা করার ক্ষমতা রাখেন, তাহলেই কেবল আপনি এই পদ্ধতিতে সফলতা পেতে পারেন।
আর যাদের সামর্থ আরও বেশি তারা চাইলে শুরুটা ৫ টাকা, ১০ টাকা বা ১৫ টাকা দিয়ে করতে পারেন চাইলে এরচেয়ে আরও বেশি বা কম দিয়েও করতে পারেন।
আপনি যদি ৫ টাকা দিয়ে শুরু করেন, তাহলে বছর শেষে আপনি মোট জমাতে পারবেন ৩ লাখ ৩৩ হাজার ৯৭৫ টাকা। আর এজন্য মাসে আপনার সর্বোচ্চ ৭০ হাজার ৭২৫ টাকা জমানোর সামর্থ থাকতে হবে।
১০ টাকা দিয়ে শুরু করলে আপনার ১ বছরে মোট জমা হবে ৬ লাখ ৬৭ হাজার ৯৫০ টাকা, আর এজন্য আপনার মাসে সর্বোচ্চ ১ লাখ ৪১ হাজার ৪৫০ টাকা জমানোর সামর্থ থাকতে হবে।
আর আপনি যদি ১৫ টাকা দিয়ে শুরু করেন, তাহলে বছর শেষে আপনি মিলিয়নিয়ার হয়ে যাবেন।
কারণ আপনার তখন মোট জমা হবে ১০ লাখ ১ হাজার ৯২৫ টাকা। আর এজন্য আপনার মাসে সর্বোচ্চ ২ লাখ ১২ হাজার ১৭৫ টাকা জমানোর সামর্থ থাকতে হবে ।
আশা করি এই পদ্ধতিটির সহজ এবং কঠিন, উভয় দিকটি আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পেরেছেন।
এবার তাহলে আপনাদের শুরু করার পালা।
তবে টাকা পয়সা জমানো নিয়ে আপনাদের যদি আরও কোন গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকে তাহলে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর এই বিষয়টি আরও ভালভাবে বুঝতে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।
অনেক অনেক ধন্যবাদ ♥
উত্তরমুছুনআপনাকেও অসংখ্য ধন্যবাদ।
মুছুনআমার মাসে আয় হয় ৫ হাজার সেখান থেকে বাবা মাকে দুই তিন হাজার হাত খরচ দেই,, আর বাকি থাকলো দুই হাজার তো এই ২ হাজার থেকে আমার প্রয়োজনীয় জিনিষ কেনার পর আমি কিভাবে সেভিং করতে পারি জানাবেন প্লিজ
উত্তরমুছুনসেভিংস করার জন্য আপনার ইনকাম আরো বাড়াতে হবে।
মুছুনখুব ব ে*র সূত্র দিছো।
উত্তরমুছুনআমার মন্তব্য হলো সপ্তাহে যদি ৫৬ টাকা হয় তাহলে মাসে ২২৪ আর বছরেআসে ২৬৮৮ আপনি কি ভাবে পেলেন ১৩৩৭৯০৳ এটা কি ভাবে সম্ভব একটু জানাবেন
উত্তরমুছুনশুরু করে দেখো। বুঝতে পারবা। টাকা জমানো এতটা সহজ না।
মুছুনখুব সুন্দর একটা আইডিয়া। আগামীকাল থেকেই আমি আইডিয়াটা কাজে লাগাবো...... অসংখ্য ধন্যবাদ।
উত্তরমুছুন