সত্য বলতে আসলে এসব কিছুই না!
যে কোন শিক্ষাগত যোগ্যতা নিয়েই আপনি মানানসই একটি ভাল চাকরি অনায়াসেই পেতে পারেন, যদি আপনার মধ্যে একটি মাত্র জিনিস থাকে!
আর সেই জিনিসটির নাম হচ্ছে দক্ষতা বা স্কিল। এ যুগে চাকরি পেতে হলে একজন প্রার্থীর মধ্যে বেশকিছু দক্ষতা বা Skill অবশ্যই থাকতে হবে।
হ্যা, মামা-চাচা-খালু কিংবা ঘুষ দেয়ার জন্য টাকা-পয়সা নয়, এই দক্ষতাই হচ্ছে এযুগে চাকরি পাওয়ার একমাত্র যোগ্যতা।
আপনার মধ্যে যদি উপযুক্ত দক্ষতা থাকে, তাহলে চাকরি নিজেই আপনাকে খুঁজে নেবে। আপনাকে আর চাকরির পিছনে দৌড়াতে হবে না।
কিন্তু আপনার মধ্যে যদি সময়ের চাহিদা অনুযায়ী দক্ষতা না থাকে তাহলে, আপনি যতই জুতা ক্ষয় করেন না কেন, সহজে চাকরি পাবেন না।
তাই সময়ের চাহিদা অনুযায়ী উপযুক্ত দক্ষতা বা Skill অর্জনের দিকে মনোযোগ দিন। আর এজন্য ঠিক কি কি দক্ষতা এই যুগের চাকরির জন্য প্রয়োজন, সেটি জানা খুবই গুরুত্বপূর্ণ।
কেননা, কিভাবে চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে এবং কিভাবে ভাল একটি চাকরি পাওয়া যায়, সে সম্পর্কে শুরু থেকেই আপনার পরিষ্কার ধারনা থাকা উচিত।
যাইহোক, এই যুগের চাকরিদাতাদের চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী ভাল কোন চাকরি পেতে হলে কোন কোন দক্ষতা গুলো আপনার অবশ্যই থাকতে হবে, সেসব বিষয় নিয়েই আজকের এই পোস্টে আমি আলোচনা করেছি।
চাকরি করতে হলে আপনাকে অবশ্যই কোন না কোন বিষয়ে দক্ষ হতেই হবে। এর কোন বিকল্প নেই।
সাধারণত চাকরিতে যে ধরনের কাজ আপনি করতে চান, সেই কাজের দক্ষতাই আপনার থাকতে হবে।
যেমন, আপনি যদি কোন প্রতিষ্ঠানের আইটি বিভাগে কাজ করতে চান, তাহলে আপনাকে আইটিতে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে।
কিন্তু এভাবে বললে, সব কাজের জন্যই আলাদা আলাদা দক্ষতা থাকার কথা বলতে হবে। তবে বাস্তবতা হল, চাকরি সব সময় শুধু দক্ষতা ভিত্তিক কাজের জন্য অফার করা হয় না। সাধারন কজের জন্যও অনেক চাকরি বাজারে আছে। তবে সেগুলো পাওয়ার জন্যও আপনার নির্দিষ্ট কিছু দক্ষতা থাকা চাই।
আপনি যে সেক্টরে কাজ করতে চান, সেই বিষয় রিলেটেড কাজের দক্ষতা তো আপনার থাকতেই হবে, তবে আজকে আমি আপনাদের বলব, এমন ১০টি সার্বজনীন দক্ষতার কথা যেগুলো এ যুগে চাকরি পাওয়ার জন্য আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে।
দক্ষতা নাম্বার # ১
মাইক্রোসফট অফিস
এই যুগে চাকরি পেতে হলে আপনার প্রথমেই যোগ্যতাটি থাকতে হবে সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস সফটওয়্যার ব্যবহারের দক্ষতা।
আরও সুনির্দিষ্ট ভাবে বললে বলা যায়, ওয়ার্ড এবং এক্সেলে যেকোন কাজ করার দক্ষতা। আপনার বাংলা এবং ইংরেজি উভয় ভাষার টাইপিং স্পিড অবশ্যই ভাল হতে হবে এবং এক্সেলের বেসিক ফাংশন গুলো অবশ্যই জানা থাকতে হবে।
দক্ষতা নাম্বার # ২
কমিউনিকেশন বা যোগাযোগ দক্ষতা
চাকরি পাওয়ার ক্ষেত্রে এটি এমন একটি দক্ষতা যেটির প্রমাণ আপনাকে দিতে হবে চাকরি পাওয়ার আগে থেকেই। ইন্টারভিউ বোর্ডে আপনার এই দক্ষতাটাই যাচাই করা হবে।
কমিউনিকেশন বা যোগাযোগ দক্ষতা একটি ব্যাপক ভিত্তিক দক্ষতা। এটা আপনাকে অর্জন করতেই হবে।
অফিসের ভেতরে অন্য কলিগদের সাথে যেমন আপনার যোগাযোগ করতে হবে, তেমনি ব্যবসায়িক প্রয়োজনে বাইরের লোকেদের সাথেও আপনার যোগাযোগ করতে হবে। এই দুই ধরনের যোগাযোগের জন্য প্রয়োজনীয় দক্ষতা আপনাকে অর্জন করতে হবে।
দক্ষতা নাম্বার # ৩
টিম ওয়ার্ক
টিম ওয়ার্ক বা দলগত ভাবে কাজ করার দক্ষতাও আপনার থাকতে হবে। তা না হলে আপনি সহজে চাকরি পাবেন না। অনেকেই এই দক্ষতাটি ভালভাবে রপ্ত না করেই চাকরিতে যোগ দেয়, কিন্তু পরবর্তীতে অফিসে অন্যদের সাথে আর নিজেকে ঠিকমত খাপ খাওয়াতে পারে না।
তাই, আপনি যদি আপনার কর্মক্ষেত্রে ভাল পারফরম্যান্স দেখাতে চান, তাহলে আপনাকে অবশ্যই টিম ওয়ার্ক করা শিখতে হবে।
দক্ষতা নাম্বার # ৪
কমার্শিয়াল এয়াওয়ারনেস বা ব্যবসায়িক সচেতনতা
এই যুগে কিভাবে একটি কম্পানিকে টিকে থাকতে হয়, কি ধরনের বাঁধা এখনকার ব্যাবসা প্রতিষ্ঠান গুলো মোকাবেলা করে, সে সম্পর্কে আপনার অবশ্যই জানা থাকতে হবে।
সহজভাবে বলতে গেলে, আপনার যদি এই জ্ঞান না থাকে তাহলে এযুগে চাকরি পাওয়ার প্রত্যাশা আপনার না করাই ভাল।
কেননা, একটি কোম্পানি কখনই এমন লোক কে নিয়োগ দিতে চাইবে না, যে বর্তমান সময়ের ব্যবসা বোঝে না। আপনাকে নিয়োগ দিয়ে যদি কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি বাঁধা গ্রস্ত হয়, তাহলে কেন আপনি চাকরি পাবেন, সেটা নিজেই একবার ভেবে দেখুন!
দক্ষতা নাম্বার # ৫
সমস্যা সমাধানের দক্ষতা
চাকরি পেতে ৫ নাম্বার দক্ষতা হিসেবে আপনার থাকতে হবে, যে কোন সমস্যা সমাধান করার ক্ষমতা। এখানে সমস্যা বলতে আপনার কাজের পরিধির ভেতরে তৈরি হওয়া যেকোন সমস্যাকে বোঝানো হয়েছে।
চাকরি করতে গেলে দেখবেন, যে কোন সময়, যে কোন ধরনের সমস্যা এসে আপনার সামনে হাজির হচ্ছে। এসব সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। আর তা করার মত প্রয়োজনীয় দক্ষতাও আপনার থাকতে হবে।
তাই চাকরি পেতে হলে, প্রবলেম সলভিং বা সমস্যা সমাধান করার দক্ষতা অর্জনের দিকে মনোযোগ দিন।
দক্ষতা নাম্বার # ৬
লার্নিং স্কিল বা শিখে নেয়ার দক্ষতা
আপনি নিশ্চয় সবজান্তা নন। আর এটা হওয়া কারও পক্ষেই সম্ভব নয়। তাই আপনাকে প্রতিনিয়ত শেখার ক্ষমতা বা দক্ষতা থাকতে হবে।
চাকরি করতে গেলে দেখবেন, প্রতিদিনই নতুন নতুন অনেক কিছু আপনার সামনে আসছে। সেগুলো থেকেই আপনার অভিজ্ঞতা তৈরি হবে।
এজন্য প্রতিনিয়ত আপনাকে নতুন জিনিস শিখে নেয়ার দক্ষতা থাকতে হবে। যাদের মধ্যে এই দক্ষতাটি আছে, দেখবেন তারা চাকরি জীবনে খুব দ্রুত সফলতা পেয়ে যায়। কারণ তারা জানে, কিভাবে নতুন কিছু শিখে নিতে হয়।
দক্ষতা নাম্বার # ৭
চাপের মুখে কাজ করার দক্ষতা
চাকরি জীবনে আপনাকে প্রায়ই এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে, যেখানে আপনাকে চাপের মুখে কাজ করতে হবে। এটা মোটেই সহজ কোন বিষয় নয়।
তাই এই দক্ষতাটি অর্জনে বিশেষ মনোযোগী হন। চাপের মুখে সব কাজ ভালভাবে সামাল দিতে পারলে আপনার পারফরম্যান্স তর তর করে বেড়ে যাবে। আর কর্মী হিসেবে যার পারফরম্যান্স ভাল, চাকরি করে সেই তো আসল মজা পায়!
দক্ষতা নাম্বার # ৮
কনফিডেন্স এবং সেলফ ম্যানেজমেন্ট
আট নাম্বার দক্ষতা হিসেবে আপনার লাগবে নিজের ওপর প্রয়োজনীয় আত্নবিশ্বাস এবং নিজেকে নিজে গুছিয়ে রাখার ক্ষমতা।
অতি আত্মবিশ্বাস ভাল নয়। আবার একেবারে না থাক কোন কাজের কথা নয়।
তাই আপনার মধ্যে অবশ্যই প্রয়োজনীয় আত্মবিশ্বাস থাকতে হবে যে আপনি পারবেন। আপনার দ্বারা হবে।
এর সাথে নিজেকে গুছিয়ে রাখার দক্ষতাও আপনার থাকতে হবে। যেমন আপনার হাতে যখন অনেক কাজ জমে যাবে, তখন আপনার নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে, কোন কাজ গুলো বেশি জরুরী বা গুরুত্বপূর্ণ , সেগুলো বাছাই করে আগে করে ফেলা। নিজের কাজ গুলকে গুছিয়ে নেয়া আর নিজের কাজের উপর নিয়ন্ত্রণ রাখা।
দক্ষতা নাম্বার # ৯
নেগোশিয়েশন স্কিল বা আলোচনা চালিয়ে যাওয়ার দক্ষতা
চাকরি করতে হলে, আপনাকে বিভিন্ন সময় নানা ধরনের আলচনায় যোগ দিতে হবে। সেটা ইন্টারনাল হোক বা এক্সটারনাল হোক। আপনাকে কিন্তু ভালভাবে আলোচনা চালিয়ে নেয়ার দক্ষতা দেখাতে হবে।
চাকরি জীবনে আপনি যদি নেগোশিয়েশন করতে না পারেন তাহলে আপনি আপনার ক্যারিয়ার খুব বেশি দুর এগিয়ে নিতে পারবেন না। তাই এই দক্ষতাটি ভালভাবে রপ্ত করুন।
দক্ষতা নাম্বার # ১০
সোশ্যাল মিডিয়া বা সামজিক মাধ্যম ব্যবহারের দক্ষতা
তাই কিভাবে শিষ্টাচার বজায় রেখে সামজিক মাধ্যম চালাতে হয় সেটা জানা জরুরী।
একজন সাধারন ছাত্র হিসেবে আপনি যেভাবে সামাজিক মাধ্যম ব্যবহার করেন, কোন একটি অফিসের দায়িত্বশীল পদে বসে আপনি সেভাবে আর ব্যবহার করতে পারবেন না। আপনাকে তখন নানা রকম শিষ্টাচার মেনে চলতে হবে। তাই সামজিক মাধ্যমের শিষ্টাচার গুলো জানার এবং শেখার চেষ্টা করুন।
আজ এ পর্যন্তই। চাকরি পাওয়ার জন্য আরও কোন দক্ষতার কথা যদি আপনার জানা থাকে তাহলে সেটি আমাদের কমেন্ট করে জানান।
আর পুরো বিষয়টি সহজে বুঝতে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।
Sir many more details on this softskills
উত্তরমুছুনEta amar site a ache.. Bdwide.xyz a giye porte paren
মুছুনলেখাটি সুন্দর হইছে!!
উত্তরমুছুনSundhor lekha
উত্তরমুছুনAmarsite ghure aste paren bdwide.xyz
মাশাল্লাহ সুন্দর হলো উপদেশ মূল কথা
উত্তরমুছুনভালো পরামর্শ দিয়েছেন ভাই।ধন্যবাদ
উত্তরমুছুনগুরুত্বপূর্ণ বিষয়গুলো দারুনভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।
উত্তরমুছুনঅসাধারণ
উত্তরমুছুনআইটি সেক্টরের কাজ কি
উত্তরমুছুন