সংক্ষিপ্ত পরিচিতি
রাসেল আরেফিন একজন ডিজিটাল ক্রিয়েটর হিসেবে সামাজিক মাধ্যমে পরিচিত।
তিনি সাধারণত পারসোনাল ডেভলপমেন্ট, পারসোনাল ফিন্যান্স, বিজনেস এবং লিডারশীপ নিয়ে ডিজিটাল মাধ্যমে নিয়মিত কনটেন্ট প্রকাশ করে থাকেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন করেছেন, পাশাপাশি ইউরোপ এবং উত্তর আমেরিকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স সম্পন্ন করেছেন।
বাংলাদেশের জাতীয় পর্যায়ে সাংবাদিকতা করার মাধ্যমে তিনি ২০০৬ সালে তার ক্যারিয়ার শুরু করেন এবং ২০০৯ সালে তিনি British Broadcasting Corporation (BBC) - তে যোগদান করেন। বর্তমানে তিনি BBC World Service - এর Business Development বিভাগের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের Senior Business Development Associate পদে কর্মরত আছেন।
তিনি এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ব্যবসায় উন্নয়ন, মিডিয়া ইন্টেলিজেন্স এবং নিউ মিডিয়া বিষয়ে বিভিন্ন সময় তিনি লন্ডন, দিল্লি এবং ঢাকায় একাধিক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য প্রদান করেছেন।
এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে তিনি নানা বিষয়ে অসংখ্য আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রোগ্রাম, সেমিনার এবং সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগত অর্থনীতি, ব্যক্তিজীবনের উৎকর্ষ সাধন, সম্পদ অর্জন ও তার সুরক্ষা, ব্যবসায়িক ব্যবস্থাপনা এবং নেতৃত্বের গুণাবলী রপ্তের কৌশল ইত্যাদি তার বিশেষ আগ্রহের বিষয়। এসব বিষয় নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করায় দ্রুতই জনপ্রিয় হয় তার ইউটিউব চ্যানেল - 'রাসেল আরেফিন'।
সমাজ এবং জীবনের বিভিন্ন বিষয়ে রাসেল আরেফিন তার স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি লালন করেন।
পেশাগত জীবনের পাশাপাশি রাসেল আরেফিন একজন সার্টিফাইড মেন্টর এবং ডক্টরাল পর্যায়ের ব্যবসায় প্রশাসন গবেষক। তার বর্তমান গবেষণার বিষয় 'বাংলাদেশে উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনায় সাংস্কৃতিক ভিন্নতার প্রভাব'।
ব্যাক্তিগত ওয়েবসাইট
রাসেল আরেফিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হচ্ছে তার ব্যক্তিগত ওয়েবসাইট - https://www.russelarefin.com/ ।
ব্যাক্তিগত সাইটে তিনি নিজের ক্যারিয়ার, ভিশন, ডিজিটাল ক্রিয়েশন সহ আরও নানান বিষয়ে তথ্য প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যম
বিভিন্ন সামাজিক মাধ্যমে রাসেল আরেফিনের সরব উপস্থিতি রয়েছে। তিনি ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, ইন্সটাগ্রাম এবং টিকটকে সক্রিয় রয়েছেন।
তার ফেসবুক পেজে নিয়মিত পারসোনাল ডেভলপমেন্ট, পারসোনাল ফিন্যান্স, বিজনেস এবং লিডারশীপ নিয়ে নিয়মিত কনটেন্ট প্রকাশ করা হয়।
বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে রাসেল আরেফিন কে খুঁজে নিতে নিচের লিংক গুলো ব্যবহার করুনঃ
ফেসবুক - https://facebook.com/russelarefin
ইন্সটাগ্রাম - https://www.instagram.com/russelarefin/
টুইটার - https://twitter.com/russelarefin
লিঙ্কডিন - https://www.linkedin.com/in/russelarefin/