প্রযুক্তি জগতে অ্যাপলের পণ্যের সমাদরই আলাদা। প্রতিবছর নতুন অ্যাপল পণ্যের জন্য দুনিয়াজুড়ে অপেক্ষা করে কোম্পানিটির কোটি কোটি নিবেদিত প্রাণ ভক্ত। আবার প্রতিবছর নতুন পণ্য আসার আগেই শুরু হয়ে যায় নানান জল্পনা, কি থাকতে পারে নতুন জন্ম নিতে যাওয়া ডিভাইসটিতে। দামের দিক থেকেও চড়া মুল্যের প্রযুক্তি পণ্য বিক্রেতা হচ্ছে অ্যাপল। প্রযুক্তি বিশ্বে সম্ভবত অ্যাপলই একমাত্র কম্পানী যাদের পণ্য কিনতে কিডনি বিক্রির মত ঘটনা ঘটেছে। এমনকি প্রেম নিবেদনেও শতাধিক আইফোন ব্যবহারের ঘটনাও আছে। কিন্তু এখন প্রশ্ন হল, আপনার এত শখের এত দাম দিয়ে কেনা অ্যাপল পণ্যটির আয়ু ঠিক কতদিন? কিংবা উল্টোভাবে বললে, Apple Product আসলে কতদিন টেকে? আপনি কি জানেন, অ্যাপলের চোখে আপনার কেনা পণ্যটি কখন ‘আদিম’ (Vintage) হিসবে তকমা পাবে আর কখন সেটা তাদের দৃষ্টিতে ‘বাতিল’ (Obsolete) এর খাতায় নেম লেখাবে? সাধারণ চোখে অ্যাপলের ওয়েবসাইটটি দেখতে খুবই সাদামাটা। কিন্তু এটি আসলে একটি তথ্যের খনি। অ্যাপল সম্পর্কে প্রায় সব তথ্যই তাদের ওয়েবসাইটে পাওয়া যায়। অ্যাপল পণ্যের জীবনচক্র সম্পর্কিত তথ্যও তদের ওয়েবসাইটেই দেয়া আছে। মোটাদাগে বললে, যেকোন অ্যাপল পণ্যের