কিন্তু মনস্তাত্বিক কারণ বলতে আসলে কি বুঝানো হয়- সেটা অনেকেরই অজানা।
তবে শেয়ার বাজার সম্পর্কে জানতে গেলে একজন বিনিয়োগকারীকে জানতে হবে, আসলে কি সেই মনস্তাত্বিক কারণ, যার জন্য বাজারে দরের ব্যপক উত্থান বা পতন ঘটে?
আজকের এই পোস্টে এ বিষয়টি নিয়েই আলচনা করেছি। শেয়ার বাজারের বিনিয়োগকারীদের মূল ৩টি মনস্তাত্বিক কারণ ব্যাখ্যা করব আজকের এই লেখায়। আশাকরি সবার ভাল লাগবে।
মনস্তাত্বিক কারণ # ১
সবকিছু হারানোর ভয়, ইংরেজিতে যাকে বলে Fear of Missing Out বা সংক্ষেপে F.O.M.O।
পৃথিবীর সব দেশেই বিনিয়োগকারীদের একটা বড় অংশ সব সময় সবকিছু হারানোর ভয়ে থাকেন। যাদেরকে বলা হয় FOMO Trader। এই FOMO Trader-রাই প্রতিদিনের বাজারের উত্থান-পতনের একটা বড় কারণ।
এই ধরনের বিনিয়োগকারীদের নিজেদের আত্মবিশ্বাস খুবই নড়বড়ে থাকে আর একারনেই তারা তাদের নিজেদের জানা-বোঝার চাইতে অন্যদের কথা এবং কাজকর্মকে বেশি গুরুত্ব দেয়।
এরা সাধারণত নিজের চেয়ে অন্যের লেনদেনের দিকে বেশি নজর রাখে এবং বিভিন্ন গ্রুপে নিজেদের যুক্ত রাখে।
FOMO Trader রা অন্যদের লাভ করতে দেখলে নিজেরাও লাভ করার জন্য পাগল হয়ে যায়, আর অন্যদের দেখাদেখি লাভের আশায় নিজেদের শেয়ারও ক্রমাগত বিক্রি করা শুরু করে।
আর যখন অনেক FOMO Trader একই সাথে এই কান্ড ঘটায়, তখন অতি বিক্রয় আদেশের চাপে হটাত করেই বাজারে দর পতন ঘটে আর সুচক পড়ে যায়।
FOMO Trader রা মনে করে, অন্যরা যখন লাভ করছে, তখনই যদি তারাও তাদের শেয়ার বিক্রি করতে না পারে, তাহলে তারা সব হারিয়ে ফেলবে।
একারণে এরা দ্রুত লাভের আশায় যখন হুরমুর করে বিপুল পরিমাণ শেয়ার বিক্রির অর্ডার দেয়, তখনই বাজারের পতন ঘটে।
আর এই পতন হয় তাদের ধারণার চেয়েও অনেক দ্রুত গতিতে। যারফলে যে লাভের আশায় তারা এই কাজ করে, তা অনেকের পক্ষেই পকেটে ঢোকানো আর সম্ভব হয় না।
অর্থাৎ একটা ভাল বাজারে, চোখের নিমিষেই পতন ঘটতে পারে FOMO Trader দের এই মনস্তাত্বিক কারণের জন্য। আবার এর উল্টোটাও ঘটতে দেখা যায়!
মনস্তাত্বিক কারণ # ২
প্রতিশোধ মূলক কেনাবেচা বা Revenge Trading
বিনিয়োগকারীদের মধ্যে একটা অংশ আছেন, যারা বেশ প্রতিশোধ পরায়ণ। এই ধরনের বিনিয়োগকারী বা Revenge Trader রা সাধারণত অতীতের কোন শেয়ারে লস করার প্রতিশোধ নেয়ার জন্য মুখিয়ে থাকেন।
Revenge Trader-রা বাজার যখন চাঙ্গা থাকে, তখন একসাথে এমন সব শেয়ার বিক্রির চেষ্টা করে, যে শেয়ার গুলোতে বিনিয়োগ করে তারা অতীতে কোন কারণে লস বা ক্ষতির শিকার হয়েছে।
আর যেহেতু একবার লস হয়েছে, তাই তারা বাজার চাঙ্গা থাকা অবস্থায় আর কোন রিস্ক নিতে চায় না। আগের ক্ষতি পুষিয়ে নিতে এরা অন্ধের মত বিক্রয় আদেশ দিতে থাকে আর অতিরিক্ত বিক্রির চাপে দ্রুত বাজারের পতন ঘটে।
Revenge Trader-দের মনস্তত্বের কারণে বাজারের চাঙ্গা ভাব খুব বেশি স্থায়ী হয় না। কেননা এরা যুক্তির চাইতে নিজেদের ইমশন কে বেশি গুরুত্ব দেয়।
যে বাজারে Revenge Trader-দের সংখ্যা যত বেশি, সেই বাজারে চাঙ্গা ভাব তত ক্ষণস্থায়ী হয়।
মনস্তাত্বিক কারণ # ৩
জুয়াড়ি মনোভাব বা Gambler’s Fallacy
শেয়ার বাজারে প্রতিদিনের উত্থানপতনের জন্য বিনিয়োগকারীদের যে মনস্তাত্বিক কারণ গুলো দায়ী তার মধ্যে শেষের টি হচ্ছে জুয়াড়ি মনোভাব বা Gambler’s Fallacy।
মানতে কষ্ট হলেও একথা সত্যি যে, দুনিয়া জুড়ে শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন, তাদের একটা বড় অংশ এখানে আসেন জুয়াড়ি মনোভাব নিয়ে। এইধরনের মনস্তত্বের বিনিয়োগকারীরা সব কিছুতেই ঝুঁকি নিতে পছন্দ করে।
যেহেতু এরা ঝুঁকি প্রিয় বিনিয়োগকারী, তাই এরা লসের খুব একটা পরোয়া করে না। কারণ এরা সাধারণত বড় বিনিয়োগকারী হয়ে থাকে।
বাজারে এরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের শেয়ার বেশি পরিমাণে কেনার বা বেচার অর্ডার দিয়ে নিজেদের ভাগ্যকে যাচাই করে দেখতে পছন্দ করে। যদি দেখে লস হচ্ছে তখন তারা সেখান থেকে দ্রুত সরে আসে এবং নিজেদের ক্ষতিকে নিয়ন্ত্রণ করে।
কিন্তু এদের দেখানো পথ না বুঝেই FOMO Trader-রা দ্রুত অনুসরণ করে আর দ্রুতই বাজারের পতন ঘটায়। যারফলে কেউই তেমন লাভ করতে পারে না। বাজারে দ্রুত সুচকের ব্যাপক পতন ঘটে। আবার এর উল্টটাও ঘটে থাকে অনেক সময়।
আজ এ পর্যন্তই। আপনার যদি এরকম আরও কোন মনস্তাত্বিক কারণ জানা থাকে যেগুলোর কারণে প্রতিদিনের বাজারে শেয়ার দরের উত্থান-পতন ঘটে থাকে, তাহলে তা আমাদের নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত জানান।