শেয়ার বাজারে বিনিয়োগ করা মোটেই সহজ কোন কাজ নয়। অনেকেই এই মার্কেটে বিনিয়োগের জন্য ভাল শেয়ার বা Stock বাছাই করতে ভুল করেন।
কিন্তু একটু সচেতন হলেই খুব সহজেই ভাল শেয়ার বাছাই করা যায়। আর এজন্য জটিল কোন বিশ্লেষণেরও দরকার হয় না।
শেয়ার বাজার একটি অত্যন্ত স্পর্শকাতর জায়গা, তাই এখানে বিনিয়োগ করতে হয় বুঝে শুনে, বিশেষ করে নতুনদের জন্য ভাল শেয়ার বাছাই করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ।
যেহেতু বিনিয়োগের জন্য সঠিক শেয়ার বাছাই করা একটা গুরুত্বপূর্ণ কাজ এবং কাজটা বেশ জটিল, তাই আজকে আমি আপনাদের সহজে শেয়ার বাছাই করার এমন ৫ টি পদ্ধতির কথা জানাব, যেগুলো অভিজ্ঞ-অনভিজ্ঞ নির্বিশেষে সবাই ব্যবহার করতে পারবেন।
আর এজন্য কোন জটিল অর্থনৈতিক বিশ্লেষণেরও দরকার হবে না।
তবে মনে রাখবেন, শেয়ার বাছাই করার জন্য এগুলো শুধুমাত্র প্রাথমিক বাহ্যিক পদ্ধতি মাত্র, যা চূড়ান্ত কিছু নয় এবং এগুলো বিশেষভাবে নতুনদের কথা মাথায় রেখে করা হয়েছে, যারা শেয়ার বাজারের জটিল বিশ্লেষণে নিজেকে জড়াতে চায় না।
চলুন তাহলে শুরু করা যাক।
১# কোম্পানির আকার
কোনরকম জটিল বিশ্লেষণ ছাড়া সহজে শেয়ার বাছাই করার প্রথম ধাপটি হচ্ছে, টার্গেট কম্পানিটির আকার সম্পর্কে জানা। অর্থাৎ আপনি যে কোম্পানির শেয়ার কিনতে চান, সেই কোম্পানিটি আসলে কত বড় সেটা দেখতে হবে।
বিদেশি বা কোন ব্রান্ডের ফ্রাঞ্চাইজি হলে সেটা কত বড়, কতগুলো দেশে তাদের কার্যক্রম আছে তা দেখে নিতে হবে।
বাহ্যিকভাবে একটি কোম্পানি কত বড় বা ছোট তা বোঝার জন্য সাধারণত দেখা হয়, সেই কোম্পানির কর্মী সংখ্যা, অফিস বা ব্রাঞ্চ সংখ্যা, কারখানা সংখ্যা ইত্যাদি বিষয়।
যে কেউ একটু সচেতন হলেই এসব সহজ তথ্য অনায়াসেই জেনে নিতে পারেন।
এগুলো যেহেতু কোন গোপন তথ্য নয়, তাই বিনিয়োগ করার আগে একটু চেষ্টা করলেই আপনি বুঝতে পারবেন, আপনার বিনিয়োগ সিদ্ধান্ত সঠিক পথে এগুচ্ছে কি না।
২# কোম্পানির সুনাম
সহজে শেয়ার বাছাই করার দ্বিতীয় ধাপটি হচ্ছে, টার্গেট কোম্পানির সুনাম সম্পর্কে খোঁজ নেয়া। অর্থাৎ আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করতে চান বাজারে সেই কোম্পানিটির সুনাম কেমন, তা আপনাকে জানতে হবে।
মনে রাখবেন, যেকোন ব্যবসার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এর সুনাম, যা একবার গেলে আর সহজে ফিরে পাওয়া যায় না।
তাই সব কোম্পানিই চায় নিজেদের সুনাম ধরে রাখতে। তাই একজন বিনিয়োগকারী হিসেবে আপনার দায়িত্ব হবে, আপনি যে কোম্পনির শেয়ারে বিনিয়োগ করতে চান, তার সুনাম সম্পর্কে আগে থেকেই সজাগ থাকা।
বাজারে যে কোম্পানি সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে, তাদের পিছনে বিনিয়োগ না করে আপনি যদি দ্রুত লাভের আশায় কোন ফটকা কোম্পানিতে বিনিয়োগ করেন, তাহলে মোটেই আপনাকে কোন চৌকশ বিনিয়োগকারী বলা যায় না।
বাজারে যে কোম্পানির সুনাম যত বেশি, সেই কোম্পানিতে বিনিয়োগ তত বেশি নিরাপদ।
তাই আপনার বিনিয়োগের নিরাপত্তা নিশ্চত করতে টার্গেটকৃত কোম্পানির সুনামের ব্যাপারে আগেই খোঁজ খবর নিন।
৩# লং টার্ম ট্রাক রেকর্ড
পরের ধাপটি হচ্ছে টার্গেট কোম্পানির লং টার্ম ট্রাক রেকর্ড আছে কি না তা যাচাই করা। অর্থাৎ আপনি যে কোম্পানির শেয়ার কিনতে চান, সেই কোম্পানিটি কতদিন হল সফলভাবে ব্যবসা পরিচালনা করছে, সেটা জানা।
যেসব কোম্পানি দীর্ঘ দিন ধরে বাজারে আছে এবং সফলভাবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করার রেকর্ড আছে, সেই সব কোম্পানিই হতে পারে আপনার বিনিয়োগের জন্য উপযুক্ত।
যাদের এরকম লম্বা ট্রাক রেকর্ড নেই, সেরকম কোম্পানিতে বিনিয়োগের জন্য অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে।
তাই শেয়ার বাজারে বিনিয়োগের জন্য সহজে শেয়ার বাছাই করতে এই ক্রাইটেরিয়াটির দিকে নজর দিন।
আর এটা করার জন্য চারিদিকে একটু চোখ কান খোলা রাখলেই হবে, কেননা এগুলো একেবারে পাবলিক তথ্য, যা কেউই জোগার করতে পারে।
৪# ভিজিবল ক্যাশ ফ্লো
আপনি যে কোম্পানির শেয়ার কিনতে চান, তার দৃশ্যমান ক্যাশ ফ্লো আছে কিনা সেটা দেখতে হবে। অর্থাৎ আপনার টার্গেট কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস বাজারে নিয়মিত কেনা বেচা হয় কিনা সেটা দেখে নিতে হবে।
কোন কোম্পানির ক্যশ ফ্লো কেমন, সেটা জানার জন্য সেই কোম্পানির ব্যালান্সশিট দেখার দরকার নেই। বরং বাজারে সেই কোম্পানির তৈরি পণ্য বা সেবার চাহিদা আছে কিনা, বেচা কেনা কেমন, এসব দেখলেই একটা আন্দাজ পাওয়া যায়।
সহজে শেয়ার বাছাই করতে হলে, তাই আপনার চোখ কান একটু খোলা রাখতে হবে, যাতে চারিদিকে কি হচ্ছে সেটা আপনি সাথে সাথেই জানতে পারেন।
৫# প্রতিযোগীদের অবস্থান
সহজে শেয়ার বাছাইয়ের সর্বশেষ ধাপটি হচ্ছে, টার্গেট কোম্পানিটির প্রতিযোগীদের ব্যাপারে খোঁজ খবর নেয়া।
অর্থাৎ আপনি যে কোম্পানিতে বিনিয়োগের কথা ভাবছেন, শুধু সেই কোম্পানি সম্পর্কে খোঁজ খবর নিলেই হবে না, সেই সাথে তার প্রতিযোগীদের ব্যাপারেও খোঁজ খবর নিতে হবে।
কোন কোম্পানি তার প্রতিযোগীদের চেয়ে কতটা ভাল করছে, আপনাকে সেই খবর নিতে হবে।
যদি দেখেন, আপনার পছন্দের কোম্পানি প্রতিযোগিতায় বেশ ভাল করছে, তাহলে আপনি সঠিক সিদ্ধান্তই নিচ্ছেন।
আর যদি দেখেন আপনার টার্গেট কোম্পানি প্রতিযোগীদের কাছে মার্কেট শেয়ার হারাচ্ছে, তাহলে আপনি সেখানে বিনিয়োগ করবেন কি না তা দ্বিতীয়বার ভাবতে হবে।
আজ এ পর্যন্তই। তবে এ বিষয়ে আপনার যদি আরও কিছু জানা থাকে তাহলে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর বিষয়টি আরও ভালভাবে বুঝতে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।
আমি শেয়ার বাজার সম্পর্কে নতুন শিখছি এটা লেখাটা আমাকে অনেক উপকার করেছে ও আমার শেখার সুযোগটা সহজ করে দিয়েছে। ধন্যবাদ আপনাকে এমন গোছানো ও সুন্দর দিক নিদের্শনার জন্য।
উত্তরমুছুন